সামনেই এশিয়া কাপ। সেজন্য এখন চলছে বাংলাদেশ খেলোয়ারদের পুরোদমে প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতেই গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় হাতের আঙ্গুলে ব্যথা পান তামিম ইকবাল। মিরপুর সকাল সাড়ে নয়টা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করতে দেখা গেছে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। দ্বিতীয় ধাপে মিরপুরের হোম অব ক্রিকেট মাঠে স্টিভ রোডস সাথে ফিল্ডিং সেশনে অংশ নেন তামিম।
একটি দুঃখজনক খবর, অনুশীলনের সময় হাতের আঙ্গুলে ব্যথা পান তামিম ইকবাল এবং শরনাপন্ন হন ফিজিওর। সেখানে তামিমের আঙ্গুল পর্যবেক্ষন করে তামিমকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। কিছুসময় পর তামিম ইকবাল আবারো মাঠে ফিরে আসেন তবে এবার তার আঙ্গুলে ব্যান্ডেজ বাধা ছিল।
সিপিএল কাঁপালেন ইমরান তাহির
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে ব্যর্থ না হলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ। তার বিবর্ণ দিনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এবার সিপিএল কাঁপালেন ইমরান তাহির।
টস হেরে ব্যাট করা সেন্ট কিটসের সংগ্রহটা খারাপ ছিল না। পাওয়ার প্লের পুরো ব্যবহার করে ৭১ রান আসে ক্রিস গেইল ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতে। ত্রাস ছড়ানো গেইলকে কিমো পল সাজঘরে ফেরালে ইনিংসের চিত্র কিছুটা পাল্টে যায়। দ্রুত কিছু উইকেট পড়লে স্লথ হয় রানের চাকা।
অধিনায়ক ক্রিস গেইলের ২৭ বলে করা ঝড়ো ৪০ রানই এনে দেয় ভালো সংগ্রহের ভিত। শেষ দিকে অ্যান্টন ডেভচিচ ২৪ বলে ৩৫ রান আর বেন কাটিং মিনি ঝড় তুললে ৭ উইকেটে ১৬৮ রান তুলে সেন্ট কিটস। মাহমুদউল্লাহ লেজের দিকে নেমে ৪ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরান ইমরান তাহির। ইমরান তাহির বল হাতে ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে গিয়ে গায়ানা সমান তালে জবাব দেওয়ার চেষ্টা করলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিল। তবে লেজের দিকে সোহেল তানভির ২০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৬ উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জিতে যায় গায়ানা।
মাহমুদউল্লাহ ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১টি উইকেট। দুটি করে নেন কার্লোস ব্র্যাথওয়েট ও বেন কাটিং।
from SportsTier Bangla https://ift.tt/2PiLzVL