হনুমা কেন ওপেনিংয়ে, প্রশ্ন তুললেন ক্ষুব্ধ লক্ষ্মণ

কে এল রাহুল ও মুরলী বিজয়ের উপর সাধারণ ক্রিকেট সমর্থকদেরও প্রবল ক্ষোভ জমা ছিল। একের পর এক ইনিংস ব্যর্থ। তার পর এই দুজনের মেলবোর্ন টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। কিন্তু ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ওপেনার বাছাই নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলল। কারণ, পৃথ্বী শ-এর চোট। এমন অবস্থায় কী করণীয় সেটাই হয়তো বুঝে উঠতে পারছিল না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। শেষমেশ বক্সিং ডে টেস্টে তাই ওপেনার হিসাবে পাওয়া গেল নবাগত হনুমা বিহারীকে। তিনিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ইনিংসের সূচনা করলেন। এটা অবশ্যই অস্ট্রেলিয়া দলের কাছে চমকের সামিল। তবে সধারণ ক্রিকেটপ্রেমীরাও এতে অবাকই হয়েছিলেন বটে! 

from Zee24Ghanta: Sports News http://bit.ly/2AeSzhy

Post a Comment

Previous Post Next Post

element