হার্দিক ও রাহুলের উপর থেকে নির্বাসন তুলে নিল বিসিসিআই

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের উপর থেকে নির্বাসন তুলে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বৃহস্পতিবার মেল করে বিসিসিআই জানিয়েছে, হার্দিক ও রাহুল-দুই ক্রিকেটারের ওপর থেকেই নির্বাসন তুলে নেওয়া হয়েছে। বিসিসিআই ওই মেল-এ জানিয়েছে, ১১.০১.২০১৯ হার্দিক ও রাহুলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করা হল।

from Zee24Ghanta: Sports News http://bit.ly/2sHE0Pc

Post a Comment

Previous Post Next Post

element