বাবার চুল ঝরে টাক পড়ছে, নতুন টোটকা আবিষ্কার শিখর ধাওয়ানের ছেলের

ফর্ম নিয়ে তিনি চিন্তিত নন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন একদিনের ম্যাচে দারুণ ফর্মে রয়েছেন তিনি। দুটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। ধারাবাহিক পারফরম্যান্স করছেন। ফলে আপাতত জায়গা হারানোর আশঙ্কা নেই। তবে শিখর ধাওয়ান অন্য একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। তাঁর চুল ঝরে যাচ্ছে। ফলে অচিরেই টাক পড়ার শঙ্কায় ভুগছেন তিনি। তবে এমন মহাসমস্যার মুহূর্তে এগিয়ে এসেছে তাঁর ছেলে জোরাবর। এইটুকু বয়সে সে কিনা চুল ঝরা রোধের টোটকা আবিষ্কার করে ফেলেছে। আর সেই টোটকা নিয়ে জোরাবর এগিয়ে এসেছে বাবাকে সাহায্য করতে। 

from Zee24Ghanta: Sports News http://bit.ly/2B4VUA7

Post a Comment

Previous Post Next Post

element