ভারতীয় ড্রেসিংরুমে শামির ডাকনাম কী? জানাল চাহাল টিভি

ভারতীয় দলের অন্দরমহলের একের পর তথ্য প্রকাশ করছে চাহাল টিভি। ফলে ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন এই শো এখনই বেশ হিট। যুজবেন্দ্র চাহল। দ্বৈত ভূমিকায়। কখনও তিনি বল হাতে ব্যাটসম্যান দমন করছেন! কখনও আবার সেই চাহাল বুম হাতে নেমে পড়ছেন সতীর্থদের ইন্টারভিউ নিতে। মাঠের চাহালের সঙ্গে সাংবাদিক চাহাল সমান তালে পর্দা কাঁপাচ্ছেন। বিদেশে একের পর এক সিরিজ জয়। প্রথমে অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। প্রতি ম্যাচে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটার সুযোগ পান চাহাল টিভিতে ইন্টারভিউ দেওয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর চাহালের সঙ্গে দেখা গেল মহম্মদ শামিকে।

from Zee24Ghanta: Sports News http://bit.ly/2MG5mOT

Post a Comment

Previous Post Next Post

element