আগামী ৩০ মে কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। ১০ দলকে নিয়ে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হবে মোট ৪৮টি ম্যাচ। আগামী ১৪ জুলাই লর্ডসে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ আসরের। এবারের বিশ্বকাপের খেলা হবে মোট ১১টি ভেন্যুতে। আসুন একনজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপ ভেন্যুগুলো :
দি ওভাল, লন্ডন : এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দি ওভাল স্টেডিয়ামে। ১৮৪৫ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। ঐতিহাসিক এই মাঠটিতেই ১৮৮০ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচটি আয়োজন করা হয়। মাঠটির দর্শক ধারণক্ষমতা মোট ২৩,৫০০ জন। এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে স্টেডিয়ামটিতে। এ ছাড়া বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচও হবে ওভালে। ২০০৯ সাল থেকে এই মাঠে ফ্লাডলাইট সুবিধা যুক্ত করা হয়েছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।
ট্রেন্ট ব্রিজ, নটিংহাম : ইংল্যান্ডের আরেকটি ঐতিহাসিক ক্রিকেট মাঠ ট্রেন্ট ব্রিজ। নটিংহামে অবস্থিত মাঠটি নির্মিত হয় ১৮৪১ সালে। ১৮৯৯ সাল থেকে নিয়মিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মাঠটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ হবে এই মাঠে। ২০০৮ সাল থেকে মাঠটিতে ফ্লাডলাইট সুবিধা যুক্ত করা হয়েছে। মোট ১৫,৩৫০ জন দর্শক একসঙ্গে খেলা দেখতে পারে এই মাঠে বসে।
Tags
Sports