ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন ক্রিকেটার শোয়েব মালিক। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে সানাকে নিয়ে থাকল আরও তথ্য।
শনিবার দুপুরে বিয়ের দুটি ছবি প্রকাশ করে অভিনেত্রী সানা জাভেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’
বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে ‘সানা শোয়েব মালিক’ করেছেন এই পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সানা। ২০১২ সালে ‘শেহের–ই–জাত’ সিরিয়াল দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর
রোমান্টিক সিরিয়াল ‘কাহানি’–তে অভিনয়ের সুবাদে দর্শকমহলে পরিচিতি পান তিনি। এতে অভিনয়ের জন্য লাস্ট স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়নও পান তিনি। পরবর্তী সময়ে ‘রুশওয়াই’, ‘ডাঙ্ক’–সহ বেশ কয়েকটি সিরিয়ালে পাওয়া গেছে তাঁকে
এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, সানার দ্বিতীয়। ২০২০ সালে পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা। গত বছর আলাদা হয়ে যান তাঁরা
শোয়েব মালিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই পাকিস্তানি অভিনেত্রী
কিছুদিন ধরেই তারকা দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরগরম ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। অনেক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের প্রেমে মজেছেন শোয়েব মালিক। পাকিস্তানের একটি সাময়িকীর জন্য করা তাঁদের ফটোশুটের অন্তরঙ্গ ছবি সামনে আসতেই এই দম্পতির বিচ্ছেদের বিষয়টা উঠে আসে।
এ বিষয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন আয়েশা ওমর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানালেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই। শোয়েব তাঁর কেবল স্রেফ ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। কিন্তু তাঁদের এই বন্ধুত্বকে অনেকে অন্য চোখে দেখছেন।
যদিও এই সম্পর্ক ভাঙনের জন্য আয়েশা ওমরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে। এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই আয়েশার। তিনি বলেন, ‘সানিয়া-শোয়েব দম্পতিকে আমি সম্মান করি। তারা দারুণ একটা বৈবাহিক জীবন পার করছে।’
সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে দুই দেশের সংবাদমাধ্যম ও তাদের ভক্তদের মধ্যে আলোচনা–সমালোচনা হলেও এ নিয়ে চুপ রয়েছেন সানিয়া-শোয়েব দুজনই।
সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে দুই দেশের সংবাদমাধ্যম ও তাদের ভক্তদের মধ্যে আলোচনা–সমালোচনা হলেও এ নিয়ে চুপ রয়েছেন সানিয়া-শোয়েব দুজনই।
তবে দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। তাঁদের মধ্যে কিছু আইনি জটিলতা রয়েছে। সেসব জটিলতা মেটানোর পর সানিয়া-শোয়েব আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক চুক্তি থাকার কারণে এখনই বিচ্ছেদের বিষয়ে মুখ খুলছেন না তাঁরা। মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়ার একাধিক দুঃখের পোস্ট বিষয়টিকে আরও উসকে দিয়েছে।
এ কলহের মধ্যেই এই দম্পতি ঘোষণা দিয়েছিলেন নতুন শো ‘দ্য মির্জা মালিক শো’–এর। ‘দ্য মির্জা মালিক শো’ প্রচারিত হবে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম ‘উর্দুফ্লিক্স’-এ।