আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। সেই টুর্ণামেন্টের ১ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে আলো ছড়াতে পারেন ৪ জন ব্যাটসম্যান। এক নজরে দেখে নেওয়া যাক তাদেরকেঃ
ফখর জামানঃ পাকিস্তানের এই সানসেশন যে কি জিনিষ তা হয়তো চ্যাম্পিয়সন ট্রফির ফাইনালের দিনই বুঝতে পেরেছে ক্রিকেটবিশ্ব। তবে এবারের এশিয়া কাপে চমক দেখাতে পারেন ফখর জামান।
বিরাট কোহলিঃ বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আছেন তুখর ফর্মে। ভারতীয় দলের এই অধিনায়ক আলো ছড়াতে পারেন এশিয়া কাপে।
তামিম ইকবালঃ ফখর-কোহলিদের বর্তমান ফর্মের সাথে তামিমকে বাদ দিলে ভুল হবে। ২০১৫ সালের পর থেকে তামিমের ওয়ানডে গড়টা ৫০এর উপরে। তাই এশিয়া কাপে তার উপর অনেক আশা বাংলাদেশ দলের।
রোহিত শর্মাঃ বড় বড় টুর্ণামেন্টে যেন নিজেকে নতুনভাবে চেনান রোহিত। তার সামনে অপেক্ষা করছে এশিয়া কাপে নিজেকে অন্যভাবে চেনানোর জন্য। এখন দেখার বিষয় এশিয়া কাপে নিজেকে নতুনভাবে কিভাবে প্রমাণিত করেন তিনি!
এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে সাব্বির এর জায়গায় অারিফুল হক?
আগামী এশিয়া কাপকে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাতীয় দলের বর্তমান কোচ স্টিভ রোডস। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম দিনেই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও হাতের ইনজুরির কারণে না খেলার সম্ভাবনা ছিল সাকিবের।
তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে খেলবেন সাকিব আল হাসান। তবে পেন্ডুলামের মত ঝুলছে সাব্বির রহমানের ভাগ্য। বিতর্কিত কিছু কারণে বড় ধরনের শাস্তি পেতে পারেন এই ব্যাটসম্যান। যদিও নির্বাচক প্যানেল এর এক অংশ চাচ্ছেন সাব্বির রহমানকে আরেকটি সুযোগ দিতে। আর মামলা থাকলেও এ দফায় বেচে যেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের ব্যাট-বলের অনুশীলন। আর এর আগেই ১ সেপ্টেম্বর ঘোষণা করা হতে পারে এশিয়া কাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। কারণ এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল।
কেমন হতে পারে এশিয়া কাপের দল? এই নিয়ে ইতিমধ্যেই মাশরাফি বিন মুর্তজার সাথে আলোচনা শেষ করেছেন নির্বাচকরা। এবং কোচের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ। তবে আলোচনায় আসছে সাকিব আল হাসানের অস্ত্রোপচার বিষয়টি। তবে পুরো টুর্নামেন্টে এ সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে বাংলাদেশ দল।
তবে মোসাদ্দেক হোসেন এ বিষয়ে এখনো মুখ খোলেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে এশিয়া কাপ এটিকে যেতে পারেন মোসাদ্দেক হোসেন। আর ১ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসবে নির্বাচকরা। আর ওই দিন আসতে পারে সাব্বির রহমানের দলে থাকার সিদ্ধান্ত। সাব্বির রহমান না থাকলে এশিয়া কাপে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার অারিফুল হক।
from SportsTier Bangla https://ift.tt/2LDhwWP