চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প। চলমান ক্যাম্পের তৃতীয় দিন ফিল্ডিং সেশনের সময় আঙ্গুলে ব্যথা পেতে দেখা যায় ওপেনার তামিম ইকবালকে।
মিরপুর সকাল সাড়ে নয়টা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করতে দেখা গেছে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। দ্বিতীয় ধাপে মিরপুরের হোম অব ক্রিকেট মাঠে স্টিভ রোডস সাথে ফিল্ডিং সেশনে অংশ নেন তামিম।
বেশ কিছুক্ষণ কাছের ফিল্ডিং অনুশীলন করার পর আঙ্গুলের আঘাত পেয়ে দল থেকে বেরিয়ে আসতে দেখা যায় এই সিনিয়র ক্রিকেটারকে। জাতীয় দলের ড্রেসিং রুমের সামনে আসতেই ফিজিও থিলান চন্দ্রমোহনের শরণাপন্ন হন তিনি।
টিম ফিজিও তামিমের আঙ্গুল পর্যবেক্ষণ করে দেখার পর তামিমকে ড্রেসিং রুমে প্রবেশ করতে দেখা যায়। খানিকবাদে আঙ্গুলে ব্যান্ডেজ করে অনুশীলন করতে নামতে দেখা যায় এই বাঁহাতি ওপেনারকে।
এরপর দলের সাথে আরও কিছুক্ষণ অনুশীলন করতে দেয়া যায় তামিম ইকবালকে। অনুশীলন শেষেও তামিমের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।
এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে সাব্বির এর জায়গায় অারিফুল হক?
আগামী এশিয়া কাপকে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাতীয় দলের বর্তমান কোচ স্টিভ রোডস। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম দিনেই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও হাতের ইনজুরির কারণে না খেলার সম্ভাবনা ছিল সাকিবের।
তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে খেলবেন সাকিব আল হাসান। তবে পেন্ডুলামের মত ঝুলছে সাব্বির রহমানের ভাগ্য। বিতর্কিত কিছু কারণে বড় ধরনের শাস্তি পেতে পারেন এই ব্যাটসম্যান। যদিও নির্বাচক প্যানেল এর এক অংশ চাচ্ছেন সাব্বির রহমানকে আরেকটি সুযোগ দিতে। আর মামলা থাকলেও এ দফায় বেচে যেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের ব্যাট-বলের অনুশীলন। আর এর আগেই ১ সেপ্টেম্বর ঘোষণা করা হতে পারে এশিয়া কাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। কারণ এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল।
কেমন হতে পারে এশিয়া কাপের দল? এই নিয়ে ইতিমধ্যেই মাশরাফি বিন মুর্তজার সাথে আলোচনা শেষ করেছেন নির্বাচকরা। এবং কোচের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ। তবে আলোচনায় আসছে সাকিব আল হাসানের অস্ত্রোপচার বিষয়টি। তবে পুরো টুর্নামেন্টে এ সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে বাংলাদেশ দল।
তবে মোসাদ্দেক হোসেন এ বিষয়ে এখনো মুখ খোলেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে এশিয়া কাপ এটিকে যেতে পারেন মোসাদ্দেক হোসেন। আর ১ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসবে নির্বাচকরা। আর ওই দিন আসতে পারে সাব্বির রহমানের দলে থাকার সিদ্ধান্ত। সাব্বির রহমান না থাকলে এশিয়া কাপে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার অারিফুল হক।
from SportsTier Bangla https://ift.tt/2wsL58D