ব্যক্তিগত বিষয় মাঠের বাইরেই থাকুক : সৌম্য

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এমতাবস্থায় বেশ ব্যস্ত একটি সময়ের মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। অনুশীলনে যতটা সম্ভব নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। দলের অন্যান্য সদস্যের সাথে অনুশীলন মত্ত আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

সৈকতের নাম আলাদা করে বলার পেছনে কারণ কি থাকতে পারে সেটি এরই মধ্যে হয়তো বুঝে ফেলেছেন সকলেই। মাত্র দুই দিন আগেই নিজের স্ত্রীকে ঘিরে একটি নেতিবাচক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছিলেন এই ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে যৌতুক নেয়ার চাওয়ার অভিযোগও তুলেছিলেন মোসাদ্দেক পত্নী।

তবে এতসব অভিযোগ মাথায় নিয়েও সকলের সাথে ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এই বিষয়টিকেই অনেকে দেখছেন বক্র দৃষ্টিতে। এই পরিস্থিতিতে মোসাদ্দেকের বিরুদ্ধাচরণেও লিপ্ত হয়েছেন অনেক ক্রিকেট ভক্ত।

কিন্তু এই তালিকায় নেই মোসাদ্দেকেরই সতীর্থ সৌম্য সরকার। তাঁর মতে এশিয়া কাপের আগে এসব বিষয় নিয়ে না ভাবাটাই মঙ্গলকর হবে সকলের জন্যই। আর এই ব্যাপারটিকে টাইগার অলরাউন্ডারের একান্ত ব্যক্তিগত হিসেবেও উল্লেখ করেছেন তিনি। মিরপুরের অনুশীলন শেষে সাংবাদিকদের সৌম্য বলেছেন,

‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পরে। তো সবার চোখ সেখানেই, বড় আসরে কিভাবে ভালো করতে হবে। সেভাবেই অনুশীলন করছে সবাই।’

বর্তমানে দলের সব ক্রিকেটারেরই মনোযোগ এশিয়া কাপে ভালো পারফর্ম করার দিকে। আর সেই কারণে অনুশীলনে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাই খেলার বাইরের বিষয়ে মাথা ঘামানোর সময় এখন নেই বলেই জানালেন সৌম্য। তাঁর ভাষ্যমতে,

‘১৫ দিন পরেই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়েই। কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোন সময় নাই কারো’

 

এশিয়ান গেমসে নতুন পাঁচ বিশ্বরেকর্ড

জাকার্তা পালেমবাং এশিয়ান গেমসের দ্বিতীয় সপ্তাহ চলছে। আগামী ২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের এবারের আসরের মহাযজ্ঞ শেষ হবে। এর মধ্যে গেমস অপারেশন ডিভিশন প্রতিনিয়ত এ্যাথলেটদের অর্জন ও ভেন্যুগুলোর কন্ডিশন যাচাই বাছাইয়ে কাজ করে যাচ্ছেন।

ইন্দোনেশিয়ান এশিয়ান গেমস আয়োজক কমিটির সহকারী প্রধান হ্যারি ওয়ারগানেগারা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এ পর্যন্ত ২০১৮ এশিয়ান গেমসে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে পাঁচটি। এর মধ্যে দুটি হয়েছে আরচ্যারীতে, দুটিই অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার আরচ্যাররা। এছাড়া বাকি তিনটি অর্জন করেছেন যথাক্রমে এ্যাথলেটিক্সে চাইনিজ তাইপে, সাঁতারে চায়না ও ভারোত্তোলনে ইরান।

চাইনিজ সাঁতারু লিউ জিয়াং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২৬.৯৮ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এই ইভেন্টে ২০০৯ সালে রোম বিশ্ব চ্যাম্পিয়নশিপের জিয়াংয়ের স্বদেশী ঝাও জিং ২৭.০৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যা এতদিন পর্যন্ত সেরা ছিল।

ভারোত্তলনে ইরানের সোহরাব মোরাদি পুরুষদের ৯৮ কেজি ওজন শ্রেণীতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। সর্বমোট ১৮৯ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েন। এর আগে এই ইভেন্টে সেরা ছিলেন গ্রীসের আকাকিওস কাকিয়াভিলিস। ১৯৯৯ সালে ১৮৮ কেজী উঠিয়ে এই রেকর্ড গড়েছিলেন কাকিয়াভিলিস। ২৯ বছর বয়সী মোরাদি এরপর ক্লিন ও জার্কে সর্বমোট ৪১০ কিলোগ্রাম উঠিয়ে এশিয়ান গেমসে নতুন রেকর্ড গড়েছেন। ২০০২ দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়ান গেমসে ৪০০ কেজী উঠিয়ে এই রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন কাজাখস্তানের বাখিত আকমেতভ।

বিশ্ব রেকর্ড ছাড়াও এবারের গেমসে এশিয়ান রেকর্ডও হয়েছে এ পর্যন্ত পাঁচটি। এর মধ্যে শ্যুটিংয়ে তিনটি, সাঁতারে একটি ও ভারোত্তলনে একটি। গেমস রেকর্ড হয়েছে আরচ্যারীতে পাঁচটি, এ্যাথলেটি, শ্যুটিং, সাঁতার ও ভারোত্তলনে একটি করে।



from SportsTier Bangla https://ift.tt/2PhkYZa

Post a Comment

Previous Post Next Post

element