প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার

আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সেই ম্যাচের আগে ফিটনেস ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সেই ট্রেনিং শেষে আজ সাংবাদিকদের সাথে দেখা করেন সৌম্য।

সৌম্য ব্লেন ,’ আমাদের গ্রুপে আরো দুইটি দলের চেয়ে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। শ্রীলঙ্কার চেয়ে আমরা বেটার সাইড। অন্ততপক্ষে ওয়ানডেতে। আর আফগানিস্তানকে নিয়ে এতো আলোচনার আমি মানেই দেখি না। হ্যা আমরা কিছুদিন তাদের কাছে হেরেছি, কিন্তু সেটা ছিলো টি-২০ ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে আমরা তাদের চেয়েও ভালো সাইট।’

উল্লেখ্য নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আগামী ১৫ই সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। আর নিজেদের ২য় ম্যাচ আগামী ২০শে সেপ্টেম্বর আফগানিস্তানের।

 

ব্যক্তিগত বিষয় মাঠের বাইরেই থাকুক : সৌম্য

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এমতাবস্থায় বেশ ব্যস্ত একটি সময়ের মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। অনুশীলনে যতটা সম্ভব নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। দলের অন্যান্য সদস্যের সাথে অনুশীলন মত্ত আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

সৈকতের নাম আলাদা করে বলার পেছনে কারণ কি থাকতে পারে সেটি এরই মধ্যে হয়তো বুঝে ফেলেছেন সকলেই। মাত্র দুই দিন আগেই নিজের স্ত্রীকে ঘিরে একটি নেতিবাচক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছিলেন এই ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে যৌতুক নেয়ার চাওয়ার অভিযোগও তুলেছিলেন মোসাদ্দেক পত্নী।

তবে এতসব অভিযোগ মাথায় নিয়েও সকলের সাথে ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এই বিষয়টিকেই অনেকে দেখছেন বক্র দৃষ্টিতে। এই পরিস্থিতিতে মোসাদ্দেকের বিরুদ্ধাচরণেও লিপ্ত হয়েছেন অনেক ক্রিকেট ভক্ত।

কিন্তু এই তালিকায় নেই মোসাদ্দেকেরই সতীর্থ সৌম্য সরকার। তাঁর মতে এশিয়া কাপের আগে এসব বিষয় নিয়ে না ভাবাটাই মঙ্গলকর হবে সকলের জন্যই। আর এই ব্যাপারটিকে টাইগার অলরাউন্ডারের একান্ত ব্যক্তিগত হিসেবেও উল্লেখ করেছেন তিনি। মিরপুরের অনুশীলন শেষে সাংবাদিকদের সৌম্য বলেছেন,

‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পরে। তো সবার চোখ সেখানেই, বড় আসরে কিভাবে ভালো করতে হবে। সেভাবেই অনুশীলন করছে সবাই।’

বর্তমানে দলের সব ক্রিকেটারেরই মনোযোগ এশিয়া কাপে ভালো পারফর্ম করার দিকে। আর সেই কারণে অনুশীলনে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাই খেলার বাইরের বিষয়ে মাথা ঘামানোর সময় এখন নেই বলেই জানালেন সৌম্য। তাঁর ভাষ্যমতে,

‘১৫ দিন পরেই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়েই। কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোন সময় নাই কারো’



from SportsTier Bangla https://ift.tt/2MYdRHK

Post a Comment

Previous Post Next Post

element